ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপের ইউজার রোজ ১শ’ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৯ জুলাই ২০১৭ | আপডেট: ২১:৩৬, ৪ আগস্ট ২০১৭

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইউজার ১৩০ কোটি। ফেসবুক-মালিকানাধীন এক সংস্থার পরিসংখ্যানে বলা হয়েছে, প্রতি দিন ১শ’ কোটি ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ফিচার আসার পর প্রতি দিন ২০ কোটি ৫০ লাখ ইউজার বেড়েছে। ছ’মাসের মধ্যে এই ইউজার বেড়েছে বলে জানাচ্ছে এই পরিসংখ্যান।

পাশাপাশি বিশ্ব জুড়ে ৬০টি ভাষায় দিনে মোট ৫ হাজার ৫শ’ কোটি মেসেজ আদান প্রদান হয়েছে। ভিডিও শেয়ার হয় দিনে ১শ’ কোটি। ছবির ক্ষেত্রে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে দিনে ৪৫০ কোটি।

স্ন্যাপচ্যাটের আদলে স্ট্যাটাস ফিচার নিয়ে আসার পরই ইউজার সংখ্যা দ্রুত বেড়েছে বলে মনে করেন টেক বিশেষজ্ঞরা।

অবশ্য এই মুহূর্তে প্রতি দিন ফেসবুক ব্যবহার করেন ১৩০ কোটি মানুষ। সেই সংখ্যা প্রায় ছুঁতেই চলেছে হোয়াটসঅ্যাপ।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি