ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হ্যাকারদের কবলে অভিষেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বলিউড অভিনেতা অনুপম খেরের পর হ্যাক হয়েছে অভিষেক বাচ্চনের টুইট্যার অ্যাকাউন্ট। যদিও টুইট্যার কর্তৃপক্ষের কয়েকঘন্টার চেষ্টায় হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে অভিনেতার অ্যাকাউন্টটি।

বুধবার হ্যাক হয় অভিষেকের ওই অ্যাকাউন্টটি। হ্যাকার সেই তুর্কিস্থিত সাইবার আর্মি আইদিঞ্জ তিম। যারা মঙ্গলবার হ্যাক করেছিল অনুপম খেরের অ্যাকাউন্ট।

বুধবারের মধ্যে অনুপম খেরের অ্যাকাউন্ট রিকভার হওয়ার পর পরই হ্যাক হয় জুনিয়র বাচ্চনের অ্যাকাউন্ট। হ্যাক হওয়ার পর অভিষেকের টুইট্যার থেকে কভার ফটো চেঞ্জ হয়ে আইদিঞ্জ তিমের একটি প্রতিকি ছবি আপলোড হয়।

বিষয়টি অভিষেকের নজরে আনে তার ঘনিষ্ঠরা। তিনি দ্রুত বিষয়টি টুইট্যার কর্তৃপক্ষকে ইমেইলের মাধ্যমে জানান। অবশেষে ঘন্টাখানেকের প্রচেষ্টায় অভিষেকের অ্যাকাউন্টটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করে টুইট্যার কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর টুইট্যার ইন্ডিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অভিষেক।

টুইট্যারে অভিষেক লেখেন, ‘হ্যাঁ আমি ফিরে এসেছি, খুব কটু অভিজ্ঞতা হল আমার। এখন সবই স্বাভাবিক এবং আমি খুশি। ধন্যবাদ আপানাদের তৎপরতায়।’

এরপরেই ট্যুইটার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি অফিসিয়ালি পোস্ট আপলোড হয়, যেখানে তারা বিবৃতি দেন, ‘বেশকিছু সংখ্যক ভারতীয় ইউজারদের অ্যাকউন্ট হ্যাক হচ্ছে। আমাদের টিম এর সমাধানের জন্য প্রস্তুত। যাদের এই সমস্যা হচ্ছে তাদের আমরা সরাসরি জানিয়ে দিচ্ছি- কোন অপরিচিত ডিএমএস-এর লিঙ্ককে ক্লিক করবেন না।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি