ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হ্যাকারদের কবলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ৬ এপ্রিল ২০১৮

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। শুধু প্রতিরক্ষা মন্ত্রণালয় নয়, শুক্রবার বিকালে স্বরাষ্ট্র, বিজ্ঞান ও প্রযুক্তি, শ্রম ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটও হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে তার দপ্তরের ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়ার কথা জানিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস লিখেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু হয়। সে কারণে সাইট ‘ডাউন’ হয়ে গেছে।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় হ্যাকিংয়ের ঘটনায় পাকিস্তানি হ্যাকারদের সন্দেহ করছে গোয়েন্দারা। তাঁদের দাবি, প্রায়ই ভারত সরকারের বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ চালিয়ে থাকে পাক হ্যাকাররা। গত জানুয়ারিতেও পাকিস্তানভিত্তিক হ্যাকারের একটি দল ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাহিনীর ওয়েসবাইটের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ভারতবিরোধী বার্তা ঝুলিয়ে দেয়।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যু নিয়ে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে কাশ্মীরে সেনা অভিযানের নামে বিদ্রোহীদের দমনে সম্প্রতি ভারতীয় বাহিনীর গুলিতে অন্তত ১৭ জন স্বাধীনতাকামী নিহত হন। ভারত তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিলেও, পাকিস্তান তাদেরকে নিরীহ ও নিরস্ত্র আখ্যা দিয়ে বলেন, ওই ঘটনায় নিহত সবাই শহীদ হয়েছেন। এমনকি তাদের স্বাধীনতার দাবিতে সমর্থন জানায় পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও দেশটির প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী। আব্বাসী বলেন, ভারতকে কাশ্মীরিদের স্বাধীনতা দিতেই হবে। অন্যদিকে আফ্রিদি জাতিসংঘসহ আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই ভারতীয় ক্রিকেটাররা আফ্রিদির পোস্টের কড়া মন্তব্য করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি