ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

হ্যাকিংয়ে পুরো মালয়েশিয়া, মোবাইল ডেটা চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ১ নভেম্বর ২০১৭

বড় ধরণের হ্যাকিংয়ের শিকার হয়েছে গোটা মালয়েশিয়া। এ ঘটনায় দেশটির সব মোবাইল ফোন গ্রাহকের ডাটা চুরি হয়েছে। দেশটিতে মোবাইল ফোন গ্রাহক রয়েছেন ৪ কোটি ৬০ লাখের বেশি।

গ্রাহকদের ফাঁস হওয়া ডেটার মধ্যে রয়েছে, মোবাইল নাম্বার, ইউনিক ফোন সিরিয়াল নাম্বার আর বাসার ঠিকানা। একইসঙ্গে মালয়েশিয়ার একাধিক সরকারি ও বাণিজ্যিক ওয়েবসাইট থেকেও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনা তদন্ত করছে, মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

দেশটির প্রযুক্তি সংবাদ সাইট লোইয়াট ডট নেট সর্বপ্রথম এ খবর প্রকাশ করে। সাইটটি জানতে পারে কেউ একজন অপ্রকাশিত সংখ্যক বিটকয়েনের বিনিময়ে ব্যক্তিগত তথ্যের বিশাল এক ডেটাবেইস বিক্রি করতে যাচ্ছে।

চুরি হওয়া ডেটাবেইসে দেশটির ১২টি টেলিযোগাযোগ অপারেটর গ্রাহকের ব্যক্তিগত তথ্য রয়েছে। অপারেটরগুলো হলো ম্যাক্সিস, ডিজি, অ্যালটেল, সেলকম, এনএবলিং এশিয়া, ফ্রেন্ডমোবাইল, মার্চেন্টট্রেডএশিয়া, পিএলডিটি, রেডটোন, টিউনটক, ইউমোবাইল, এক্সওএক্স ইত্যাদি।

একইসঙ্গে মালয়েশিয়ান মেডিকেল কাউন্সিল, মালয়েশিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অ্যাকাডেমি অফ মেডিসিন মালয়েশিয়া, মালয়েশিয়া হাউজিং লোন অ্যাপ্লিকেশনস, মালয়েশিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আর ন্যাশনাল স্পেশালিস্ট রেজিষ্ট্রার অফ মালয়েশিয়াসহ চাকরি খোঁজার প্লাটফর্ম জবস্ট্রিট ডট কম থেকেও বিশাল পরিমাণ ডেটা হারিয়ে গেছে।

লোইয়াট ডট নেট জানায়, তারা ১৮ অক্টোবর মালয়েশিয়ার যোগাযোগ পর্যবেক্ষকদের এ বিষয়ে অবহিত করে। পরে এমসিএমসি শুরুতে তাদের ওয়েবসাইট থেকে প্রতিবেদনগুলো সরিয়ে নেয়।

এর পরদিনই ফেসবুকের এক বিবৃতির মাধ্যমে এই ডেটা বেহাত হওয়ার কথা নিশ্চিত করে এমসিডিসি। সোমবার সংস্থাটি জানায়, প্রায় ৪.৬২ কোটি মোবাইল গ্রাহক আক্রান্ত হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার পুরো ৩.২ কোটি মানুষই এতে আক্রান্ত।

দেশটির আইন অনুযায়ী, গ্রাহকদের ব্যক্তিগত ডেটা নিরাপদ রাখা আবশ্যক। এ এক্ষেত্রে সেবাদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এমসিএমসি’র প্রধান পরিচালন কর্মকর্তা ড. মাজলান ইসমাইল বলেন, এই ডেটা বেহাতের ঘটনা কীভাবে ঘটল তা বের করতে সব টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যোঙ্গে যোগাযোগ করেছি। সূত্র: বিবিসি বাংলা।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি