ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৭ ডিসেম্বর ২০১৮

লেস্টার সিটির কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াল চেলসি। এদেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে বছর শেষ করেছে মাওরিসিও সারির শিষ্যরা।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান পুনরূদ্ধার করেছে ব্লুরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকলেও গোল পেতে যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় চেলসিকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে চেলসিকে এগিয়ে নেন হ্যাজার্ড। কোভাচিচের পাস থেকে বল নিয়ে গোলকিপার বেন ফস্টারকে পরাস্ত করেন। চেলসির হয়ে এটি তার শততম গোল। চেলসির হয়ে এমন কীর্তি গড়েছেন মোট দশজন। ২১১টি গোল নিয়ে ক্লাবটির রেকর্ড গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

অবশ্য চেলসির এই অগ্রগামিতা স্থায়ী ছিলো মাত্র দুই মিনিট। রবের্তো পেরেইরার ভলিতে অতিরিক্ত সময়ে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে শুরু থেকেই ওয়াটফোর্ডের রক্ষণে চাপ বাড়ায় অতিথিরা। কিন্তু তেমন কোনও সুযোগ তৈরি করতে পারছিল না তারা। অবশেষে হ্যাজার্ডকে গোলরক্ষক বেন ফস্টার ফাউল করলে এসে যায় দারুণ সুযোগ। ম্যাচের ৫৮তম মিনিটে সফল স্পটকিকে আবার দলকে এগিয়ে নেন হ্যাজার্ড। খেলার বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। কিন্তু কোনও দল সেগুলোর একটিও কাজে লাগাতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি