ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

হ্যাটট্রিকসহ ৯ উইকেট নিয়ে তন্ময়ের চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২

অবিশ্বাস্য বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তন্ময়। ছবি: বিসিবি

অবিশ্বাস্য বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তন্ময়। ছবি: বিসিবি

বিসিবি আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অনন্য এক কীর্তি গড়েছেন তরুণ ক্রিকেটার তন্ময় আহমেদ। ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে একই ইনিংসে হ্যাটট্রিকসহ ৯টি উইকেট শিকার করেছেন এই যুবা টাইগার।

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে তন্ময়ের বোলিং তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল।
 
বাঁহাতি এই স্পিনার একাই শিকার করেন প্রতিপক্ষের ৯ উইকেট। তাও মাত্র ১৮ রান খরচায়। ৭.৩ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন তিনটি মেডেনও। শুধু তাই নয়, ছিল একটি হ্যাটট্রিকও। যাতে মাত্র ৪৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ পুলিশ।

টাইগার এই তরুণের অনবদ্য নৈপুণ্যের পর তাঁর দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব পেয়েছে ৯ উইকেটের দাপুটে জয়। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের ৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় তন্ময়ের দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। অবশ্যই ম্যাচের সেরা খেলোয়াড়টি হন তন্ময় আহমেদ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি