ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

হ্যারিস ভারতীয় নাকি কালো নাগরিক, প্রশ্ন ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১ আগস্ট ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। এদিকে কমলা হ্যারিসের জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। 

জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে নির্বাচনি প্রচারে গিয়ে হ্যারিস বলেন, নির্বাচনি দৌড়ের গতি-প্রকৃতি বদলে যাচ্ছে।  ট্রাম্পও তা বুঝতে পারছেন। এ অবস্থায় ট্রাম্পকে বিতর্কের মঞ্চে মুখোমুখি দাঁড়ানোর আহ্বান জানান হ্যারিস। 

অন্যদিকে শিকাগোতে কৃষাজ্ঞ সাংবাদিকদের সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সেখানে আলোচনার এক পর্যায়ে কমলা হ্যারিস ভারতীয় নাকি কালো নাগরিক- এ নিয়ে প্রশ্ন তোলেন রিপাবলিকান নেতা।  

ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক অ্যাখ্যা দেন হ্যারিস। বিভিন্ন সংস্থার নতুন জরিপে ট্রাম্পকে আরও পেছনে ফেলে এগিয়ে রয়েছেন হ্যারিস।

এদিকে, এক সময়ে ট্রাম্পের কট্টর সমালোচক কিন্তু বর্তমানের রানিংমেট ৩৯ বছর বয়স্ক ভেন্স নানাভাবে কমলা হ্যারিসকে আক্রমণ করে যাচ্ছেন। তিনি ‘সন্তানহীন বিড়াল মহিলাদের’ উপহাস করে বলছেন যে, যারা শিশুবিহীন তারা শাসনের জন্যে কম উপযুক্ত কারণ তারা দু:খী এবং দেশে তাদের সরাসরি অংশীদারিত্ব নেই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি