হ্যালোজিপি সেশনে গ্রাহকদের সঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী
প্রকাশিত : ২২:৫৯, ২০ মে ২০১৮
গ্রামীণফোনের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি। ‘হ্যালোজিপি’ কর্মসূচির আওতায় আজ রোববার সকালে এই মতবিনিময় আয়োজিত হয়।
সেবার মান এবং গ্রাহক অভিজ্ঞতার উন্নয়নে গ্রামীণফোনের গ্রাহকদের মতামত সরাসরি গ্রহণের উদ্দেশ্যে এই হ্যালো জিপি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
দিনের প্রথম সেশনে গ্রাহকদের সঙ্গে এই সরাসরি মতবিনিময়ে অংশ নেন মাইকেল ফোলি।
অনুষ্ঠানে মাইকেল ফোলি ও তার সহকর্মীরা গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ফেসবুকে লা্ইভ সম্প্রচারিত হওয়া হ্যালোজিপি অনুষ্ঠানে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির পণ্য, সেবা ও অফারের বিষয়ে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রামীণফোনের সিইও বলেন, ‘গ্রাহকদের স্বার্থকে নিজেদের সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থান দেওয়ার মাধ্যমে গ্রামীণফোন আজকের অবস্থানে পৌঁছেছে। গত কয়েক বছর কয়েক বছর গ্রাহকদের মতামতের ভিত্তিতে সেবা সহজ করা এবং আমাদের নেটওয়ার্কে গ্রাহকের অভিজ্ঞতার উন্নয়নে অনেক করেছি।আজকের অনুষ্ঠান আমাদের সেরা উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার অংশ। "
সেশনে গ্রামীণফোনের টেকনোলজি, কমার্শিয়াল, গ্রাহক সেবা ও কমুনিকেশন বিভাগসহ অন্যান্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। সামনের দিনগুলোতে সিইও ও ডেপুটি সিইও-এর নেতৃত্বে সারাদেশজুড়ে হ্যালোজিপি সেশন পরিচালিত হবে যেখানে গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
এসএইচএস/এসএইচ/
আরও পড়ুন