ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

১ লাখ ৭০ হাজার সেনাসদস্য বাড়ানোর নির্দেশ পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ২ ডিসেম্বর ২০২৩

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয় দফায় সেনা সদস্যের সংখ্যা বাড়াল রাশিয়া। এবার ১ লাখ ৭০ হাজার সেনা সদস্য বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় শুক্রবার এই নির্দেশনা দেন পুতিন। 

রুশ প্রতিরক্ষাদপ্তর ক্রেমলিন জানায়, ২০১৮ সালের পর এটি দ্বিতীয় দফায় রুশ সেনা সদস্য বাড়ানোর ঘটনা। এর আগে গেল বছরের আগস্টে ১ লাখ ৩৭ হাজার সেনা সদস্য বাড়ানোর নির্দেশ দেন পুতিন। 

এ নিয়ে দেশটিতে মোট সামরিক কর্মীর সংখ্যা বেড়ে ২০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে সেনা সদস্য ১০ লাখের বেশি। 

প্রায় দুই বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে মোকাবেলার জন্যই নতুন সেনা সদস্য নিয়োগ দেয়া হচ্ছে বলে জানায় ক্রেমলিন। 

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৬ হাজারের বেশি রুশ সেনা হতাহত হয়েছে।   

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি