ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১দশকে দ্বিগুন বেড়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠান ও অগ্রগতি

প্রকাশিত : ১৫:০২, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০২, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দেশে গেলো এক দশকে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও অগ্রগতি দ্বিগুন বেড়েছে। এর মধ্যে ৮০শতাংশই মাঝারি ও ক্ষুদ্র শিল্পের মাধ্যমে হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটি মিলনায়তনে ২দিন ব্যাপি ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বিষয়ক সম্মেলনের শুরুতেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন বাংলাদেশ ব্যাংক গভর্ণর। আলোচনায় এসএমইএর মাধ্যমে তরুন ও নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততায় দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ড. আতিউর। মোবাইল ব্যাংকিংএর অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। নারীর ক্ষমতায়ন সর্বোপরি দেশের উন্নয়নে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি