ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

১ম টেস্টের ১ম দিনে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৮৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৪, ২ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৫৮, ২ আগস্ট ২০১৮

ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। দিন শেষে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৮৫ রান।

বার্মিংহামের এজবাস্টন টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক জো রুট। তবে দলীয় ২৬ রানে ওপেনার অ্যালিস্টার কুককে হারিয়ে শুরুতেই হোচট খায় ইংল্যান্ড। তবে আরেক ওপেনার কিয়াটন জেনিংসকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠেন অধিনায়ক রুট। ব্যক্তিগত ৪২ রানে জেনিংস আউট হলেও অর্ধশতক করেই মাঠ ছাড়েন ইংলিশ দলপতি। শতকের কাছাকাছি ব্যক্তিগত ৮০ রানে গিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর মিডল অর্ডারে উইকেট কিপার জনি বেইরস্টো’র ব্যাট থেকে মূল্যবান ৭০ রান আসলেও বাকিদের ব্যর্থতায় খুব একটা বড় হয়নি স্বাগতিকদের স্কোর। ৩ উইকেটে ২১৬ রানে থাকা ইংল্যান্ড ৬৯ রান তুলতেই হারায় বাকি ছয় উইকেট।

শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ ওভারের মাঝে ৮৮ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান করে প্রথমদিনের খেলা শেষ করে ইংল্যান্ড। আগামীকাল স্যাম কুয়ারন এবং জেমস অ্যান্ডারসন মিলে দিনের খেলা শুরু করবেন।

ইংলিশদেরকে নিজেদের মাঠেই এত অল্প রানে বেঁধে রাখতে মুখ্য ভূমিকা রাখে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মোট ২৫ ওভার বল করে ৪ উইকেট নেন তিনি। পেসার মোহাম্মদ শামি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন পেসার উমেশ ইয়াদাভ এবং ইশান্ত শর্মা।

এদিকে তিন নম্বরে ভরসার প্রতীক চেতশ্বর পূজারাকে ছাড়াই মাঠে নামে ভারতীয়রা। ৪ পেসার খেলাতে গিয়ে জায়গা হয়নি স্পিনার কুলদীপ যাদবেরও।

সাম্প্রতিককালের খারাপ পারফরমেন্সের জন্যই দলে জায়গা হয়নি পূজারার। তার বদলে মূল একাদশে ঠাই হয়েছে লোকেশ রাহুলের।

//এস এইচ এস//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি