১মে শবে বরাত
প্রকাশিত : ২০:২৯, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৩০, ১৭ এপ্রিল ২০১৮
আগামী ১লা মে দিবাগত রাতে দেশজুড়ে শবে বরাত পালিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।
সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।
সভায় জানানো হয়, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ১ মে দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
মোয়াজ্জেম হোসেন বলেন, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।
‘ভাগ্য রজনী’ খ্যাত শবে বরাতের রাতটি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন। এদিনে স্রষ্টার কাছে তাদের গোনা মাফসহ ভাগ্য পরিবর্তনের জন্য মুসলমানরা স্রষ্টার কাছে প্রার্থনা জানায়।
উল্লেখ্য, শাবান মাসের পরই আসে মাহে রমজান মাস। মুলমানরা এই মাসটিকে গোনা মাফের মাস হিসেবে জেনে আসছে।
এমজে/