ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

১লা নভেম্বর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা

প্রকাশিত : ১৪:০২, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:০২, ২৩ অক্টোবর ২০১৬

আগামী পহেলা নভেম্বর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সম্প্রতি তারা চিঠি দিয়ে অপারগতা জানায়। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। মন্ত্রী বলেন, এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব বা অনিশ্চয়তার কিছু নেই। তিনি ভালোভাবে শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২০ লাখ ৩৫ হাজার ৫৩৪ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষায় অংশ নেবে।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি