ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ বছর পর আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৭ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর ঢাকা আসবে নিউজিল্যান্ড দল। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য বাংলাদেশ সফরে আসছে কিউইরা।

বিশ্বকাপের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দিবা রাত্রির সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। 

বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর দুই টেস্টের জন্য আবার ঢাকায় আসবে নিউজিল্যান্ড। যার প্রথমটি ২৮ নভেম্বর ও দ্বিতীয় টেস্টটি হবে ৬ ডিসেম্বর। তবে, টেস্টের জন্য ভেন্যু অবশ্য এখনও ঠিক করা হয়নি। 

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।

আগামী ২৬ আগস্ট এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানদের। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল। 

বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের ঠিক তিনদিন পর সাকিবদের নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি