গবেষকদের দাবি
১০ বছর পর মদ আর থাকবে না
প্রকাশিত : ২০:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৭
পার্টি হোক বা বন্ধুদের মঙ্গে আড্ডায় আপনি কি সুরাপান করেন? মনের ফূর্তি বা ডিপ্রেশন দূর করতে মদ্যপান কি আপনার পছন্দের সঙ্গী? গবেষকরা বলছে তাহলে আপনিই হচ্ছেন মদ্যপায়ীদের মধ্যে শেষ প্রজন্ম। কারণ আগামী এক প্রজন্মের মধ্যে মদ্যপান ছেড়ে দেবে মানুষ।
সাম্প্রতিক গবেষকরা দাবি করছেন, সামনে আসছে কৃত্তিম সুরা। প্রাকৃতিক মদ আর খাকেছেনা। ফলে বর্তমানে জনপ্রিয় সব প্রাকৃতিক মদ পান ছেড়ে দেবে মানুষ।
সাধারণ মদে কিছু সমস্যা থাকে। কিন্তু কৃত্রিম মদ বা সিনথেটিক অ্যালকোহলে তেমন সমস্যা থাকেনা। এই মদে মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, হ্যাংওভারের মতো উপসর্গ নেই। তবে তাতে নেশা কিছু কম হবে না।
লন্ডনের ইমপেরিয়াল কলেজের গবেষক ডেভিড নট বলেছেন, ঘোরের মধ্যে থাকতে মানুষ মদ্যপান করে। কৃত্রিম সুরায় তা থেকে বঞ্চিত হবেন না কেউ। কিন্তু পরের দিন হ্যাংওভার থাকবে না। ভুগতে হবে না লিভারের সমস্যাতেও।
ইন্টারন্যাশানাল বিজনেস টাইমস ইউকে-কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আগামী ১০-২০ বছরের মধ্যে মানুষ চলতি মদের নেশা ছেড়ে দেবে। শুধু মাত্র বিশেষ কোনো অনুষ্ঠানে তারা এই মদ পান করবে।’ সূত্র: জি নিউজ।
এসি/
আরও পড়ুন