১০ মার্চের মধ্যে শিক্ষার্থীরা সব বই পাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা
প্রকাশিত : ১৫:০৪, ৫ মার্চ ২০২৫

আগামী ১০ মার্চের মধ্যে সারাদেশের সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিদায়ী উপদেষ্টা এ তথ্য জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে।’
তিনি বলেন, অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সব বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে অস্থির অবস্থা ছিলো। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সেখান থেকে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থিরতা ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সেটি বলা যাবে না। তবে কিছুটা অবস্থানে এসেছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে যান অধ্যাপক সি আর আবরার। বুধবার বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রসঙ্গত, ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছিলেন।
এএইচ
আরও পড়ুন