ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুল-কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। পরে কার্টেল ওভারে তা দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।

জবাবে মাত্র ২১ বলে ঝড়ো ফিফটি হাঁকিয়ে দলকে দাপুটে সূচনাই এনে দেন লিটন দাস। তবে সেই দাপট ধরে রাখতে পারলেন না শান্ত-আফিফ-সাকিবরা। মাত্র ১০ রানের ব্যবধানে ৪টি উইকেট হারিয়ে রীতিমত হারের দ্বারপ্রান্তে দল।

ভারতের বিপক্ষে জবাবটা ঠিক যেমন হওয়া দরকার ছিল, শান্তকে সঙ্গী করে এদিন অ্যাডিলেডে ঠিক তেমনটাই শুরু করেন ওপেনিংয়ে নামা লিটন দাস। তিনটি ছক্কা ও ৭টি চার হাঁকিয়ে মাত্র ২১ বলেই তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি।

অন্যপ্রান্তে ১৬ বলে ৭ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন বাঁহাতি নাজমুল হোসাইন শান্ত। যার ফলে পাওয়ার প্লে-র ৬ ওভারেই ৬০ রান তুলে ফেলে বাংলাদেশ। তবে এরপরই বৃষ্টি নামলে এবং এরপর কার্টেল ওভারে খেলা শুরু হলে সেই রিদম হারিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলার আবারও শুরু হলে জয়ের জন্য টাইগারদের নতুন লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১৬ ওভারে ১৫১ রান। অর্থাৎ বাকি ৯ ওভারে করতে হতো ৮৫ রান।

সেই রান তুলতে গিয়ে যেন হাঁসফাঁস লেগে যায় লিটন-শান্তদের। শুরুতেই রান আউট হয়ে ফেরেন লিটন দাস। ঝুঁকিপূর্ণ দুটি রান নিতে গিয়ে রাহুলের ডিরেক্ট থ্রোতে কাটা পড়েন ড্যাশিং ওপেনার। ফেরার আগে ৬০ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার ২৭ বলের এই ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে তিনটি ছক্কার মার। ফলে ৬৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ২৫ বলে ২১ রান করে শান্ত আউট হতেই যেন মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। একে একে আউট হয়ে ফেরেন আফিফ (৩), সাকিব (১৩), ইয়াসির (১), মোসাদ্দেক (৬)। ফলে ১০৮ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে টাইগারদের স্কোর ৬ উইকেটে ১২০ রান। সোহান ১২ রানে এবং তাসকিন শূন্য রানে ক্রিজে আছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি