ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম রেজিস্ট্রেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম রেজিস্ট্রেশন করেছে ইমিগ্রেশন ও পাসপের্ট বিভাগ। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম সভায় এ তথ্য জানিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ কর্তৃপক্ষ।

সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সি।

সভায় জানানো হয়, রেজিস্টার্ড রোহিঙ্গা কোন বাংলাদেশী পাসপোর্ট পাবে না। তবে তারা একটি জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) পাবে। কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের ১৩ কিলোমিটারের মধ্যে ৬ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

জাতীয় সংসদের স্থায়ী কমিটি রোহিঙ্গাদের নিরাপত্তায় শরণার্থী শিবিরের চারপাশে বেড়া এবং বন সম্পদ রক্ষায় শিবিরগুলোতে রান্নার জন্য জ্বালানি সরবরাহের পরামর্শ দিয়েছে।

সভায় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ আপন, ফকরুল ইমাম এবং বেগম কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি