ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

১০ সেকেন্ডে ম্যালেরিয়া সনাক্ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১৯ অক্টোবর ২০১৭

কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দাবি করেছে যে, তারা এমন একটি স্মার্টফোন-অ্যাপ্লিকেশন তৈরি করেছে যা মাত্র ১০ সেকেন্ডের মধ্যে রক্তে ম্যালেরিয়ার উপস্থিতি আছে কিনা তা সনাক্ত করতে পারবে। এটি প্রচলিত প্যাথলজি পরীক্ষার তুলনায় অনেক সাশ্রয়ী বলেও তারা জানায়।

শিবিপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (IIEST) এর সহায়তায় সল্টলেকের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ((IIEMS) এই ডিভাইসটি ডেভেলপ করেছে। তারা ডিভাইসটির নাম দিয়েছে ‘কল্পিত জীব’।

আইআইইএমএস-এর অধ্যাপক নিলাঞ্জনা দত্ত রায় বলেন, ”মোবাইল দ্বারা রক্তের ফোটার ছবি তোলা হয় এবং সেই স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাহায্যে আপলোড করা হয়। তারপর এটি দূরবর্তী আরেক জায়গার পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে সঠিকভাবে পরীক্ষা করে ১০ সেকেন্ডের মধ্যে সঠিক রিপোর্ট হয়ে ফিরে আসে।”

পরীক্ষার যাবতীয় তথ্য নির্দিষ্ট ডাটাবেজে সংরক্ষিত থাকবে। ডাটাবেজের এসব তথ্য নিবন্ধিত যেকোনো ডাক্তার এসব তথ্য দেখতে পারবে।

ফোল্ডস্কোপসহ সনাক্তকরণের কিটটির উৎপাদন খরচ ৮০ রুপি। একবার রক্ত পরীক্ষার জন্য ১০ রুপি খরচ হয়।

সূত্র : জি নিউজ

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি