ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০০ কোটির ক্লাবে বাগি ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

অ্যাকশান, মার্শাল আর্ট, মারদাঙ্গা আর নাচ-গানে ভরপুর বাগি-২ ফিল্মের সাফল্য ছাড়িয়ে যাচ্ছে বক্স অফিসের আগের রেকর্ডকে। মাত্র ছয়দিনে চলচ্চিত্রটি ব্যবসা করেছে ১০০ কোটি রুপি। ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন টাইগার স্রফ। আর নবাগত নায়িকা দিশা পাটানি।

গত ৩০ মার্চ ছবিটি বক্স অফিসে মুক্তি পায়। ২০১৬ সালে বাগি ফিল্ম মুক্তি পাওয়ার ব্যাপক ব্যবসা করে ছবিটি। এবার বাগি ফিল্মের সিক্যুয়াল হিসেবে বক্স অফিসে আসে বাগি-২। মুক্তি পাওয়ার মাত্র ৬ষ্ঠ দিনেই ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপিরও বেশি।

২০১৮ সালে মুক্তি পাওয়া এটা কোন তৃতীয় ছবি, যেটি ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ২৫ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটি এ পর্যন্ত ১০৪ কোটি রুপি আয় করেছে। বাগি ছবিতে শ্রদ্ধা কাপুর ছিলেন মূল নায়িকা।

২০১৪ সালে চলচ্চিত্রে অভিষেক হয় টাইগার স্রফের। প্রথম ছবিতে সাফল্য পান টাইগার। এরপরই বাজারে আসে টাইগার স্রফের মারদাঙ্গা ও ভালোবাসার মিশেলে তৈরি বাগি ফিল্ম। বক্স অফিসে ছবিটি রেকর্ড সংখ্যক ব্যবসা করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি