ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

১০০ বছরে সেরা বোলিং গড় আব্বাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:৫০, ২০ অক্টোবর ২০১৮

বর্তমানে পাকিস্তান বোলিংয়ের অন্যতম ভরসা মোহাম্মদ আব্বাস। যার জন্য টেস্টের এক নম্বর বোলারের আসনটা রেখে দিচ্ছেন ডেল স্টেইন। চামড়া কারখানায় কাজ করা থেকে উঠে আসা সেই আব্বাসই অসিদের আবুধাবিতে ধসিয়ে দিয়েছেন। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ উইকেট নিয়ে ক্রিকেটের ১০০ বছরের ইতিহাসে সেরা হয়ে গেলেন!

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বশেষ ১০০ বছরে সেরা গড়ধারী বোলার এখন মোহাম্মদ আব্বাস। এমন সেরা হওয়ার ব্যাখ্যায় আবার ভিন্ন ভিন্ন পর্ব আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনও সিরিজে ১০০ বছরে এমন নজির রাখেনি কোনও পেসার। যার ক্যারিয়ার গড় আবার ১৫ দশমিক ৬৪; সেই গড় হিসেবে গত ১০০ বছরের ইতিহাসে আব্বাসের মতো ৫০ বা তার অধিক উইকেট নেওয়া আর কোনও বোলারের নামটিও খুঁজে পাওয়া যাচ্ছে না রেকর্ড বইয়ে। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে (প্রায় ১৪২ বছরের) মোহাম্মদ আব্বাস কিন্তু শীর্ষে নন। তিনি রয়েছেন সেরা চারে।

পাকিস্তানি বোলারদের মধ্যেও রেকর্ড গড়েন মোহাম্মদ আব্বাস। আবুধাবি টেস্টের দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া আব্বাসের দুই টেস্টের সিরিজে সংগ্রহ ১৭ উইকেট। সবশেষ পাকিস্তানি কোনও বোলার অসিদের বিপক্ষে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন ১৯৯০ সালে। সেবার মেলবোর্নে পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরাম এমন নজির গড়েছিলেন। ফজলে মাহমুদ, ইমরান খান ও সরফরাজ নাওয়াজেরও আছে এমন নজির। তবে দুই ম্যাচের সিরিজে গড় বিবেচনায় পাকিস্তানি বোলারদের মাঝে আব্বাসই সেরা। সিরিজে ১৭ উইকেট নিয়ে ১০ দশমিক ৫৮ গড়ে আব্বাস সবার শীর্ষে।  

সেরা বোলিং গড় (সর্বনিম্ন ৫০ উইকেট যাদের)

পেসার                                              সময়             উইকেট           গড়

জিএ লোম্যান (ইংল্যান্ড)                   ১৮৮৬-৯৬       ১১২            ১০.৭৫

জেজে ফেরিস (অস্ট্রেলিয়া/ইংল্যান্ড)      ১৮৮০-৯২        ৬১              ১২.৭০

ডাব্লিউ বার্নস (ইংল্যান্ড)                   ১৮৮০-৯০        ৫১             ১৫.৫৪

মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)              ২০১৭-১৮          ৫৯             ১৫.৬৪

ডাব্লিউ বেটস  (ইংল্যান্ড)                    ১৮৮১-৮৭         ৫০             ১৬.৪২

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি