১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৯১ রান
প্রকাশিত : ০৯:৫৭, ১ আগস্ট ২০১৮
শুরুতে লক্ষ্য ছিল ২০ ওভারে ১৪৪ রানের। তবে বৃষ্টির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্যটা কমে এসেছে ওয়েস্ট ইন্ডিজের। সেইসঙ্গে কমেছে ওভারও। এখন ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে জিততে হলে ১১ ওভারে ৯১ রান করতে হবে ক্যারিবীয়দের।
ওয়েস্ট ইন্ডিজ অবশ্য নতুন এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হেনেছেন মোস্তাফিজুর রহমান। এভিন লুইস (২) আন্দ্রে ফ্লেচারকে (৭) সাজঘরে ফিরিয়েছেন কাটার মাস্টার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে ১০ রান।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ২৭ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তুলে বাংলাদেশ।
এসএ/