ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

১১ জনকে বিয়ে করে হাতিয়ে নিলেন অর্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

দুই বছরে ১১ জনকে বিয়ে করেছেন থাইল্যান্ডের এক তরুণী। এর মধ্যে ওই তরুণী এক মাসেই চারজনকে বিয়ে করেন। কিন্তু কারও সঙ্গেই ঘর-সংসার করেননি তিনি। কারণ তিনি বিয়ে করেন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। আর উদ্দেশ্যটি পূরণ হলেই লাপাত্তা হন। পুলিশের কাছে অভিযোগের সূত্র ধরে থাইল্যান্ডের গণমাধ্যমে ওই তরুণীর বিষয়ে এসব তথ্য প্রকাশ করে।

জানা যায়, ওই তরুণী প্রথমে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। আস্তে আস্তে সম্পর্ক গভীরে নিয়ে যান। একপর্যায়ে তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে বিয়ে করেন। এর পরই তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যান। গত দুই বছরে ওই তরুণী এভাবে ১১ জন পুরুষকে বিয়ের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

থাইল্যান্ডের রীতি অনুযায়ী বিয়ের পর প্রত্যেক পুরুষই তরুণীদের একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ দেন। ওই তরুণীও এর ব্যতিক্রম নয়। ১১ জন স্বামীর প্রত্যেকের কাছ থেকে তিনি ৬ হাজার থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত নিয়েছেন। অর্থ হাতিয়ে নেয়ার পরই কোনো অজুহাত দেখিয়ে সটকে পড়েন তিনি।

সম্প্রতি প্রতারিত ১১ জনের একজন পুলিশের কাছে অভিযোগ করলে ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে আসে। এরপর অন্য প্রতারিত ব্যক্তিরাও একে একে এসে একই অভিযোগ করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ১২ জন অভিযোগকারী আসে। কিন্তু পরে ১১ জনের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সবার সঙ্গে প্রতারণার মাধ্যমে বিয়ে করা ও অর্থ হাতিয়ে নেওয়ার পদ্ধতি একই রকম ছিল ওই তরুণীর। সূত্র: এনডিটিভি ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি