ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

১১ বছর পর সুপার কাপ জিতল ইন্টার মিলান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৩ জানুয়ারি ২০২২

রোমাঞ্চকর লড়াইয়ে জুভেন্টাসকে হারিয়ে দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান।

বুধবার রাতে সান সিরোয় ফাইনালে ২-১ গোলে জিতেছে ইন্টার। ওয়েস্টন ম্যাককেনি জুভেন্টাসকে এগিয়ে নেওয়ার পর স্পট কিকে সমতা ফেরান লাউতারো মার্তিনেস। আর শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দেন আলেক্সিস সানচেস।

শুরুতে রক্ষণ আগলে রেখে খেলতে থাকে দু’দলই। ম্যাচের ২৫ মিনিটে ওয়েস্ট ম্যাককেনির গোলে লিড নেয় ১০ম শিরোপা জয়ের স্বপ্ন দেখা জুভেন্টাস। এর দশ মিনিট পরেই পেনাল্টি থেকে মার্টিনেজের গোলে সমতায় ফেরে নেরাজ্জুরিরা। 

বিরতির পর বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোন দলই। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার আগে অ্যালেক্সেস সানচেজের গোলে জয় পায় ইন্টার মিলান। আর তাতেই ১১ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাঁধভাঙ্গা উল্লাসে শিরোপা উচিয়ে ধরতে কার্পণ্য করেনি দলটি। 

২০১১ সালের পর এই লড়াইয়ে শিরোপা জিতল ইন্টার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি