ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

১১ হাজারের ঘরে তামিম, ১০ হাজারে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০২, ১৯ জানুয়ারি ২০১৮

একই ম্যাচে দুই কিংবদন্তী খেলোয়াড় ছুঁলেন দারুণ এক মাইলফলক। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান স্পর্শ করেছেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান ছুঁয়েছেন ১০ হাজার।

ত্রিদেশীয় সিরিজে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ১১ হাজার ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৭ রান; ১০ হাজারের জন্য সাকিবের প্রয়োজন ছিল ৬৬। তামিম এদিন করেছেন ৮৪, সাকিব ৬৭।

১৮টি সেঞ্চুরি ও ৬৮ ফিফটিতে তামিমের রান এখন ১১ হাজার ৭৭। এর মধ্যে আইসিসি বিশ্ব একাদশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৫৫ রান। আর ১২ সেঞ্চুরি ও ৬৪ ফিফটিতে সাকিবের রান ১০ হাজার ১।

প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ১০ হাজার রান করেছিলেন তামিম। ১০ হাজার করতে তামিমের লেগেছিল ৩১১ ইনিংস, আর সাকিবের লেগেছে ৩২৯ ইনিংস।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি