ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

১২ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষেধ

প্রকাশিত : ১১:২৩, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:২৩, ১১ অক্টোবর ২০১৬

১২ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ফলে বেকার হয়ে পড়বেন পটুয়াখালী উপকূলের প্রায় লক্ষাধিক জেলে। তবে ভারতীয় জেলেরা এ সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে বলে অভিযোগ রয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী পয়েন্ট, রাঙ্গাবালির আন্ধারমানিক নদীর মোহনা এবং দশমিনার তেতুলিয়া নদীতে রয়েছে ইলিশের প্রজনন ক্ষেত্র। প্রজনন মৌসুমের ২২ দিন দেশের সব সমুদ্র এলাকা ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে ভারতীয় জেলেরা এসময়ও দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে বলে অভিযোগ জেলেদের। মৎস্য ব্যবসায়ীরা বললেন এখনও ইলিশের ডিম ছাড়ার সময় না হওয়ায় মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারী প্রয়োজন। তবে প্রজনন মৌসুম সফল করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। এদিকে ইলিশের প্রজনন মৌসুম আরো বাড়ালে ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করছেন মৎস্য বিশেষজ্ঞ। প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ হলেও কোনো সহায়তা না থাকায় মানবেতর জীবনযাপন করেন জেলেরা। তাই এ মৌসুমে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচী চালু করবে সরকার- এমনটাই প্রত্যাশা তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি