১২ অক্টোবর পৃথিবীতে আঘাত হানবে গ্রহাণু
প্রকাশিত : ১৬:২৪, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:১৬, ২৬ আগস্ট ২০১৭
আকারে খুব একটা বড় নয় গ্রহাণু ‘২০১২ টিসি-৪। তিন-চারতলা বাড়ির আকারের মতো এটি। তবে ছোট আকারের হলেও গ্রহাণুটিকে নিয়ে দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন বিজ্ঞানীরা।
গ্রহাণুটি বৃহস্পতি আর শনি গ্রহের মাঝামাঝি একটা জায়গায় প্রথম আবিষ্কৃত হয়েছিল ২০১২ সালের ১০ অক্টোবর। এরপর গত ৫ বছরের মধ্যে আর বিজ্ঞানীরা গ্রহাণুটির কোনো হদিস পাচ্ছিলেন না।
তার কক্ষপথও পুরোপুরি বোঝা যাচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই গ্রহাণুটিকে নিয়ে যথেষ্ট উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা) জানিয়েছে, আগামী অক্টোবরের ১২ তারিখে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি। ঐ সময়ে পৃথিবী ঘেঁষে বেরিয়ে যাবে নাকি পৃথিবীকে আঘাত করবে তা নিয়ে উদ্বেগ রয়েছে।
সম্প্রতি ‘এসা’ ও চিলিতে বসানো ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও)-র ভেরি লার্জ টেলিস্কোপের যৌথ অনুসন্ধানে আবার দেখতে পাওয়া গেছে গ্রহাণুটিকে। পৃথিবী থেকে গ্রহাণুটি মাত্র ৪৪ হাজার কিলোমিটার দূরে রয়েছে। অক্টোবরেই পৃথিবী থেকে চাঁদ যে দূরত্বে রয়েছে তার ৮ ভাগের এক ভাগেরও কম দূরত্বে এসে পড়বে গ্রহাণুটি। তার কক্ষপথ এখনো ঠিকভাবে বুঝতে পারছেন না বিজ্ঞানীরা।
‘এসা’র পক্ষ থেকে জানানো হয়, গ্রহাণুটিকে নিয়ে ভয়ের প্রধান কারণ মহাশূন্য থেকে অসম্ভব গতিতে ছুটে আসছে এটি। অক্টোবরে গ্রহাণুটি ঠিক কতটা কাছে আসবে পৃথিবীর কিংবা শেষ পর্যন্ত পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে উঠবে কিনা, এখনও সে ব্যাপারে খুব সুনিশ্চিত হওয়া যায়নি। তবে গ্রহাণু ‘২০১২ টিসি-৪’ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়লে তা ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
আর/ডব্লিউএন
আরও পড়ুন