১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে: প্রেস সচিব
প্রকাশিত : ২০:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/14-2502091429.jpg)
১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। এ ছাড়া যেসব টাকা পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২ জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, ১২ জন যারা ব্যাংকিং সিস্টেমের লুটপাটে জড়িত, বিদেশে টাকা নিয়ে গেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তারা কীভাবে টাকা নিয়েছে সেটা আমরা দেখছি।
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে দাবি করেন শফিকুল আলম বলেন, অর্থনীতির সব সূচক ইতিবাচক। ইতোমধ্যে মুদ্রাস্ফীতি কমেছে।
এসএস//
আরও পড়ুন