ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১২ পোশাক কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদুল ফিতরের আগে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

শ্রম উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।”

তিনি বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।

“নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব,” বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

কোন কোন কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এ প্রশ্নে তিনি বলেন, কারখানাগুলোর নাম বলা যাবে না বলে জানান উপদেষ্টা।

এই ১২ কারখানার বাইরেও অন্য কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এ প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, “২৭ মার্চের মধ্যে সব কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ২৭ মার্চের পর আমরা বিষয়টি পর্যালোচনা করব। যদি আরও কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ১৩ মার্চ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় ২০ রোজার মধ্যে শিল্প খাতের শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতাসহ সকল পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়।

সেদিন তথ্য বিবরণী দিয়ে সরকার বলেছিল, ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত অথবা ছাঁটাই করা যাবে না বলও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে।

কিন্তু নির্ধারিত তারিখের পরও বেতন-ভাতা না পেয়ে শ্রমিকদের রাস্তায় নামতে দেখা গেছে।

রোববার গাজীপুরের টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার একই জেলার কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ওই এলাকার হ্যাগ নীট ওয়্যার কারখানার শ্রমিকরা। তিন মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা পরিশোধ না করে কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

এদিন ঈদের ছুটি বাড়ানো, চলতি মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনের মধ্যে কারখানা বন্ধের নোটিশ দেখে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানার শ্রমিকরা।

ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভায় মালিকপক্ষকে সক্ষমতা অনুযায়ী চলতি মার্চ মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি