ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ

১২ সদ‌স্যের স্কোয়াড ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২৫ অক্টোবর ২০১৮

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদ‌স্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা পেসার শাহাদাত হোসেন রাজীব।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আগামী ৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে জিম্বাবুয়ে।
প্রস্তুতি ম্যাচে বিসিবির স্কোয়াড
ফজলে মাহমুদ রাব্বী, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি