ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

১২ হাজার ফিট উপর থেকে জাম্প করলেন আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:২৭, ৩০ আগস্ট ২০১৮

বিজয়ে দিবসে প্যারোডে ১২ হাজার ফিট উপর থেকে জাম্প করার অভিজ্ঞতার কথা একুশে টেলিভিশন অনলাইনকে জানালেন ল্যান্স কর্পোরাল আলম।

তিনি বলেন, "জীবনকে তুচ্ছ করে আজ শনিবার বিমান থেকে জাম্প করেছি। ১২ হাজার ফিট উপর থেকে কার্গো বিমান থেকে প্যারাসুট দিয়ে জাম্প করি। বাতাসের সঙ্গে খেলা করে করে মাটিতে নেমেছি। এই জাম্পে রিস্ক অাছে,তবে অভিজ্ঞতাও অনেক বিরল। আমি ২৫ বার বিমান থেকে জাম্প করেছি।

টিকে/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি