ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

১২৮ রানের লিড নিলো ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ৩ জুন ২০১৮

পাকিস্তানের ১৭৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। আগের দিন পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডের বোলাররা। সেই ধারা ধরে রেখে শনিবারও হেডিংলি টেস্টে ১২৮ রানের লিড নিলো তারা।

২ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় সেশনে শনিবারের খেলা শুরু করে ইংলিশরা। এদিন আরও ৫ উইকেট হারায় তারা।

২৯ রানে অপরাজিত খেলতে নামা জো রুট হাফসেঞ্চুরি না করার আক্ষেপে পোড়েন। ৪৫ রান করে দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম শিকার হন স্বাগতিক অধিনায়ক।

এরপর ডেভিড মালানের সঙ্গে ৬২ রানের জুটিতে ইংল্যান্ডকে লিড এনে দেন ডোমিনিক বেস। দলীয় ২০০ রানে মালান (২৮) মোহাম্মদ আমিরের দ্বিতীয় শিকার হন।

মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি হয়নি বেসের। জনি বেয়ারস্টো ২১ রানে আউট হওয়ার পর জস বাটলারের অপরাজিত ৩৪ রানে দলীয় স্কোর ৩০০ ছাড়ায় ইংল্যান্ড। তার সঙ্গে ১৬ রানে অপরাজিত খেলছেন টম কারান।

সূত্র: ক্রিকইনফো

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি