ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

১৩ ডিসেম্বর কূটনৈতিক প্রচেষ্টা চালাতে থাকে যুক্তরাষ্ট্র ও চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪২, ১৩ ডিসেম্বর ২০১৭

১৩ ডিসেম্বর, ১৯৭১। বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এদিকে, পাকিস্তানের অখন্ডতা রক্ষায় মরিয়া হয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয়বারের মতো ভেটো দেয় রাশিয়া। আর প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক বড় বাধা দূর হয়। অন্যদিকে, পাকিস্তানের কৌশল বুঝতে পেরে রণাঙ্গনে আরো তৎপর হয়ে উঠে মিত্রবাহিনী।

মিত্রবাহিনীর অগ্রবর্তী দল তখন ঢাকার কাছাকাছি। শীতলক্ষা নদীর তীরে দখলদার পাকিস্তানীরা একদিকে যেমন দিশেহারা, তেমনি পরাজয়ের ভয়ে ভীত।

ঢাকার আকাশে-বাতাসে তখন উড়ছে পাকিস্তানিদের উদ্দেশে আত্মসমর্পণের আহবান জানানো লিফলেট। গভর্নর হাউজে অবস্থানকারী পাকিস্তানের প্রাদেশিক সরকার পদত্যাগ করে আশ্রয় নেয় হোটেল ইন্টার কন্টিনেন্টালে।

আর বাংলার ভাগ্যাকাশে তখন চূড়ান্ত জয় নিশান, মুক্তির উত্তেজনা চারদিকে। একের পর এক আসতে থাকে, হানাদার বাহিনীর পলায়ন ও পতনের সুসংবাদ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন-মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হয়ে গেলে, দূর হয় স্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক বাধাও।

 

//এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি