১৩ পত্রিকায় একই শিরোনামে সংবাদ প্রকাশ, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত : ১৬:৩৪, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৩৯, ১৯ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট সম্পাদক ও প্রকাশকদের কাছে কারণ দর্শাতে বলেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সাংবাদিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা স্বাক্ষরিত এক নোটিশে সম্পাদকদের ৫ কর্মদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল—এই সাত দিনে পত্রিকাগুলো একই শিরোনামে একেবারে একই সংবাদ ছেপেছে, যা পত্রিকা প্রকাশের নীতিমালার পরিপন্থী।
নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে: দৈনিক আজকের ময়মনসিংহ, দেশের খবর, বিশ্বের মুখপাত্র, ঈশিকা, অদম্য বাংলা, সবুজ, আলোকিত ময়মনসিংহ, দিগন্ত বাংলা, জাহান, কৃষাণের দেশ, নিউ টাইমস, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।
এদিকে এই ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আ ন ম ফারুক বলেন, এভাবে সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ অতীতে কখনও দেওয়া হয়নি। ডেকে নিয়ে সতর্ক করলে ভালো হতো।
আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, একই সংবাদ একাধিক পত্রিকায় একযোগে প্রকাশ পাবলিকেশন আইন লঙ্ঘনের শামিল। বিষয়টি নিয়ে সচেতনতা দরকার।
ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল জানান, একই ছাপাখানা থেকে একাধিক পত্রিকা ছাপা হয় এবং এক ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করেন। প্রশাসন ও তথ্য অফিসের নিয়মিত তদারকি জরুরি।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বলেন, এ ধরনের প্রকাশনা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সঠিক তথ্য প্রচারের জন্য পত্রিকাগুলোকে নিয়ম মেনে চলতে হবে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, একই সংবাদ একাধিক পত্রিকায় একযোগে ছাপানোর বিষয়টি নজরে আসার পরই আমরা ব্যবস্থা নিয়েছি। সম্পাদকরা এসে বিষয়টি ব্যাখ্যা করলেই চলবে।
এসএস//
আরও পড়ুন