ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

১৪ জন শিক্ষক নিয়োগ দেবে ন্যাশনাল আইডিয়াল স্কুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

নতুন ভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ন্যাশনাল আইডিয়াল স্কুল। প্রতিষ্ঠানটি  ইংরোজি,  ইসলাম শিক্ষা,  ড্রইং ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম পদসংখ্যা

সহকারী শিক্ষক

১) ইংরেজি-০৪ জন

যোগ্যতা

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয় । (নিবন্ধন বাধ্যতামূলক)

২) ইসলাম শিক্ষা (শুধু পুরুষপ্রার্থী)-০৬ টি

যোগ্যতা

 কামিলসহ যেকোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। (নিবন্ধন বাধ্যতামূলক)

৩) ড্রইং-০২  টি

যোগ্যতা

কমপক্ষে বি.এফ.এ ডিগ্রি । শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

৪) ক্রীড়া-০২ টি

যোগ্যতা

কমপক্ষে বি.পি.এড ডিগ্রি।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১০,৫০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রধান করা হবে।

আবেদনের নিয়ম

সকল পাবলিক পরীক্ষার সার্টিফিকেটের সাত্যাঢিত ফটোকপি, শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যেকোন সিডিউল ব্যাংক থেকে প্রধান শিক্ষক ন্যাশনাল আইডিয়াল স্কুল এর অনুকূলে ৩০০ টকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। যে বিষয়ে পড়াতে ইচ্ছুক খামের উপর ওই বিষয়ের নাম উল্লেখ করতে হবে।

প্রতিষ্ঠানের ঠিকানা

৭৩০/৫/১, খিলাগাঁও, তালতলা, ঢাকা-১২১৯।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক প্রথম আলো ( ২৪ ফেব্রুয়ারি, ২০১৮)

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি