ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৪ দিনে প্রবাসীরা পাঠালেন সাড়ে ১৬ হাজার কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৮৭ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৮৪ কোটি টাকা।

এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড ছুঁতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ডিসেম্বরের প্রথম ১৪ দিনের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৬ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ৩৮ লাখ ৮০ হাজার ডলার।

এর মধ্যে ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স, যা আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি প্রণোদনা নীতিমালায় স্থিতিশীলতা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়তা করেছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি