ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

১৪ বছরেও নিষ্পত্তি হয়নি পিলখানা হত্যা মামলা

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

পিলখানা হত্যাকাণ্ড, দেশের ইতিহাসে আরো একটি কালো অধ্যায়। এদিন পিলখানায় বিদ্রোহের নামে ৫৭জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। দুটি ফৌজদারী মামলা হলেও ঘটনার ১৪ বছরেও মামলা নিষ্পত্তি হয়নি। নিম্ন আদালতে হত্যা মামলার রায় হলেও সর্বোচ্চ আদালতে এখন নিষ্পত্তির অপেক্ষায়। 

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার দরবার হলে সাজসাজ রব। মুহূর্তেই পাল্টে যায় সবকিছু। শুরু হয় নারকীয় হত্যাকাণ্ড। বিদ্রোহের নামে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুদিনে হত্যা করা হয় ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তাকে।

নৃশংস এ ঘটনার পর তৎকালীন ৮শ’ বিডিআর সদস্যের নামে দুটি মামলা হয়। বাহিনীর নিজস্ব আইনে ৫৭টি মামলায় প্রায় ৬ হাজার জনের বিচার করে আদালত। 

পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার বিচার শুরু হয় একইসঙ্গে। বিচারিক আদালত ও হাইকোর্টে মামলার বিচার প্রক্রিয়া শেষ। আপিল বিভাগে নিষ্পত্তির জন্য অপেক্ষমান মামলা দুটি। 

বিস্ফোরক আইনে করা মামলাটি নিম্ন আদালতে এখনও চলছে। এরইমধ্যে কেটে গেছে ১৪ বছর। অন্যদিকে হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস পাওয়া দু’শতাধিক আসামির কারামুক্তি মেলেনি।

আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দ্রত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলছেন, এ বছর আপিল শুনানি শুরু করবে রাষ্ট্রপক্ষ। 

১৩৯ জনের ফাঁসি বহালের পাশাপাশি যাদের সাজা কমেছে তাদের ব্যাপারেও রাষ্ট্রপক্ষ শক্ত অবস্থান নেবে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি