ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

১৪ মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৮ আগস্ট ২০২৩

১৪ জন মাঝিমাল্লাবাহী একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। তবে তাদের মধ্যে ১৩ জন অন্য আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও বশির (৬০) নামে একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া সংলগ্ন গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া বশির লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা।

এছাড়া ডুবে যাওয়া ট্রলারটির মালিক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপচর আবদুল্লাহ এলাকার নুর নবী মাঝির। ট্রলারে থাকা জেলেরা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ট্রলার মালিক নুর নবীর এর ভাই নোমান চৌকিদার সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রলারটি হাতিয়া এলাকায় ছিল। সোমবার সকালে ১৪ জন মাঝিমাল্লা ওই ট্রলারে করে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায়। কিন্তু সাগর উত্তাল থাকায় মাছ না ধরে তারা তীরে ফেরার পরিকল্পনা করে। এ সময় সাগরের একটি ঢেউয়ের তোড়ে ট্রলারটি কাত হয়ে জালসহ ডুবে যায়।

তিনি আরও বলেন, ট্রলারে থাকা মাঝিসহ ১৩ জেলে পাশের আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও ইঞ্জিন মেস্তুরি (বশির) উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছে। অন্যরা আরেকটি ট্রলারে করে রামগতির টাংকি মাছঘাটে নিরাপদে ফিরেছে।

রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, ১৪ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। রাতেই ১৩ জন জেলে অন্য আরেকটি ট্রলারে করে রামগতির টাংকি মাছঘাটে আসেন। ট্রলারের ইঞ্জিন মেস্তুরি নিখোঁজ রয়েছে বলে তারা জানিয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি