ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১৪৭ মিলিয়ন ইউরোতে ডেম্বেলে বার্সায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৬ আগস্ট ২০১৭

নেইমারের পিএসজিতে যোগদান আর ম্যাচে পরাজয়। এর মধ্যেই সুখবর এলো বার্সেলোনার জন্যঅবশেষে নেইমারের শূন্যতা পূরণে তাদের সামার টার্গেটউসমানে ডেম্বেলেকে কিনতে পারল স্প্যানিশ ক্লাবটি।

অবশ্য এর জন্য ১৪৭ মিলিয়ন ইউরো গুনতে হবে স্প্যানিশ ক্লাবটিকে। ১০৫ মিলিয়ন ইউরো নগদ পাবে বরুসিয়া ডর্টমুন্ড। বাকি ৪২ মিলিয়ন ইউরো আসবে বোনাস থেকে। ফুটবল ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ বদলির রেকর্ড।

সর্বোচ্চটা নেইমারের ২২২ মিলিয়নের বাই আউট ক্লজের টাকা দিয়ে বার্সেলোনা ছাড়া। তবে স্বাভাবিক দলবদলগুলোর মধ্যে ডেম্বেলেরটাই রেকর্ড। গত মৌসুমে জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে পল পগবাকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

২০ বছর বয়সী ডেম্বেলে বার্সায় যাওয়ার জন্য এতটাই জিদ ধরেছিলেন, রীতিমতো ক্লাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন। ইচ্ছে করে অনুশীলনে যোগ দেননি। ডর্টমুন্ড খুশিমনে তাদের ২০ বছর বয়সী এই প্রতিভাকে ছাড়েননি। শেষ পর্যন্ত ফরাসি ফরোয়ার্ডের চাওয়ার কাছেই আত্মসমর্পণ করল জার্মান ক্লাবটি।

খুব শিগগির তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর হবে আনুষ্ঠানিক চুক্তি। পাঁচ বছরের জন্য বার্সায় প্রাথমিক চুক্তিবদ্ধ হবেন তিনি। তাঁর বাই আউট ক্লজের দাম রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে বার্সার জার্সিতে হাজির করানো হবে।

অসাধারণ গতির জন্য নজর কাড়া এই ফুটবলার পেশাদার লিগে খেলেছেন দুই মৌসুম। ফরাসি ক্লাব রেনে থেকে এক বছরের কিছু বেশি সময় আগে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন। সেখান থেকে রেকর্ড দামে সোজা বার্সায়। তাঁর প্রথম ক্লাব রেনেও এই চুক্তি থেকে বোনাস হিসেবে ২০ মিলিয়ন ইউরো পাবে।

বার্সা টুইট করে জানিয়েছে ডেম্বেলের যোগ দেওয়ার খবর।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি