ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

১৬ টাকায় ১৬টি ডেলিভারি দিচ্ছে টিকটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:০০, ৭ ডিসেম্বর ২০১৭

মাত্র ১৬ টাকায় ১৬টি হোম ডেলিভারি দিচ্ছে ‘টিকটক’ বিজয়ের মাস উপলক্ষ্যে ই-কমার্স ব্যবসায়ীদের জন্য হোম ডেলিভারি সেবা প্রদানকারী এ প্রতিষ্ঠানটি অফারটি দিয়েছে

তথ্যপ্রযুক্তির সব থেকে বড় আয়োজন “ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭” আসরে এ ঘোষণা দেয় ’টিকটক’। রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ডিজিটাল মেলা চলছে। এতে দেশের তথ্য ও প্রযুক্তি সেবা এবং পণ্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।

দেশের উদীয়মান ই-কমার্স খাতে ব্যবসায়ীদের পণ্য গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার সেবায় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে ই-কমার্স  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য প্রতিষ্ঠান টিকটক। বিজয় দিবস ও চলমান মেলা উপলক্ষ্যে তাদের গ্রাহকদের উদ্দেশ্যে এ সেবা দেওয়ায় ক্রেতা ও দর্শনার্থীরা দারুণ খুশি হয়েছে।

 

/ডিডি/  এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি