১৬ ডিসেম্বর কনসার্টের ঘোষণা বিএনপির
প্রকাশিত : ১২:১৯, ১০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১২:২৪, ১০ ডিসেম্বর ২০২৪

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। সার্বজনীনভাবে বিজয় দিবস উদযাপনের জন্য কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’।ওইদিন মানিক মিয়া এভিনিউতে এ কনসার্টে তু্লে ধরা হবে দেশের গান ও সংস্কৃতি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট হবে।
এ সময় তিনি জানান, ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করা হবে। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, কনসার্টের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের জানান দেয়া হবে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে কনসার্টে আসার আমন্ত্রণও জানান তিনি।
তিনি আরও জানান, কনসার্টে কনা, ইমরান, প্রীতম, কনকচাঁপা, জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, বেবি নাজনীন, মনির খান, আবদুল হাদি, বাউল শিল্পী ও লালন শিল্পীরা গান পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি উপস্থিত ছিলেন।
এমবি
আরও পড়ুন