১৬ মার্চ অব্যাহত ছিল অসহযোগ আন্দোলন
প্রকাশিত : ০৯:৩৩, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৩৩, ১৬ মার্চ ২০১৬
১৬ মার্চ, ১৯৭১ অব্যাহত ছিল অসহযোগ আন্দোলন। এরই মাঝে আলোচনার নামে প্রহসন শুরু করেন ইয়াহিয়া । বঙ্গবন্ধুর সাথে আড়াই ঘন্টার বৈঠকে কোনো ফল হলো না। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানাও পাকিস্তানি শাসক গোষ্ঠী। ফুঁসে উঠলো বাংলার শিল্পী সমাজ। রাজপথে মিছিল সমাবেশে মুখর ছিলো পুরো দিন।
মার্চ জুড়েই সরব ছিলেন শিল্পী সমাজ। অসহযোগ আন্দোলনে মাঠে ময়দানে সভা আর সমাবেশে ছিল তাদের বিচরন। পাকিস্তানিদের দেয়া খেতাব বর্জনের মধ্য দিয়ে ঢাকার রাজপথে জোরালো হয় তাদের প্রতিবাদ।
যার যার জায়গা থেকে প্রতিবাদমুখর শিল্পীসমাজ। সবার দাবি একটাই -হয় ক্ষমতা বুঝিয়ে দাও, নইলে দাও স্বাধীনতা। ১৬ মার্চ রাজপথ জুড়ে যেন ছিল শিল্পীদের সমাবেশ।
শিল্পীর তুলি কিংবা লেখক-কবির কলম, স্বাধীনতার প্রশ্নে এই অস্ত্রগুলো ব্যবহার করেও এগিয়ে যায় আন্দোলন। মার্চের দিনগুলি এভাবেই এগুতে থাকে বিজয়ের দিকে।
আরও পড়ুন