ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

১৬ মার্চ পুরো দিনটি মুখর ছিল রাজপথে মিছিল সমাবেশে

প্রকাশিত : ১৩:০২, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ১৬ মার্চ ২০১৬

১৬ মার্চ, অব্যাহত ছিল অসহযোগ আন্দোলন আর তারই মাঝে শুরু হলো আলোচনার প্রহসন। ইয়াহিয়া বঙ্গবন্ধুর আড়াই ঘন্টার বৈঠকে কোনো ফল হলো না, পাকিস্তানি শাসক বাহিনীর ক্ষমতা হস্তান্তরের টালবাহানাও চলতে থাকলো। ফুঁসে উঠলো বাংলার শিল্পী সমাজ। রাজপথে মিছিল সমাবেশে মুখর ছিল পুরো দিনটি। মার্চ জুড়েই সবর ছিল শিল্পী সমাজ। অসহযোগে মাঠে ময়দানে সভা আর সমাবেশে মুখর ছিল তাদের বিচরন। ঢাকার রাজপথে তাদের আন্দোলনও ছিল স্বাধীকারের আন্দোলন। পাকিস্তানিদের দেয়া খেতাব বর্জনের মধ্য দিয়ে শুরু হয় তাদের প্রতিবাদ। যার যার জায়গা থেকে প্রতিবাদমুখর শিল্পীসমাজ জড়ো হতে থাকে গুচ্ছ গুচ্ছ ব্যানার আর গোষ্ঠিতে। সবার দাবি একটাই হয় ক্ষমতা বুঝিয়ে দাও ভোটে বিজয়ী জনপ্রতিনিধিদের অথবা দাও স্বাধীনতা। বিশেষ করে ১৬ মার্চ রাজপথ জুড়ে যেন ছিল শিল্পীদের সমাবেশ। শিল্পীর তুলি কিংবা লেখক-কবির কলম, স্বাধীকারের প্রশ্নে গর্জে ওঠে সাহিত্যিকের এই অস্ত্রগুলো আর কণ্ঠে তখন স্বাধীনতার শ্লোগান। মার্চের দিনগুলি এভাবেই এগুতে থাকে বিজয়ের দিকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি