ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

১৬৪ জন অফিসার নিয়োগ দিবে দুই সরকারি প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৩০, ৩১ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ‘কর্মকর্তা (সাধারণ)’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটিতে ১৬৪টি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পদ ও পদসংখ্যা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৫৬ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০৮টি পদে এ নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা  ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন ও অন্য সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি