১৭ ওভারে নেমে এল দ্বিতীয় টি-টোয়েন্টি
প্রকাশিত : ১৫:৫৫, ২৯ মার্চ ২০২৩
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে অবশেষে ৩.৪০ মিনিটে শুরু হয়েছে খেলা। এতে অবশ্য কমে এসেছে ম্যাচের দৈর্ঘ। ম্যাচটি হচ্ছে ১৭ ওভারে।
এর আগের দফায় বৃষ্টি থামলে ৩টা ১৫ মিনিটে খেলা শুরু হওয়ার ঘোষণা এসেছিল। সে ক্ষেত্রে ম্যাচ হতো ১৯ ওভারের। তবে ক্রিজ থেকে কভার নামানোর আগেই ফের শুরু হয় বৃষ্টি।
ত্রিশ মিনিটের ঝুম বৃষ্টির পর আকাশে রোদের ঝলকানি দেখা দিলে আশার আলো জ্বলে উঠেছিল মাঠে উপস্থিত দর্শকদের মনে। সিরিজ জয় নিশ্চিতের সাক্ষী হতে গা ঝেড়ে জমিয়ে বসতে থাকে দর্শকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে খেলা শুরুর সময়ও।
তবে ঘোষণা ভেসে ওঠার কিছুক্ষণ পরই ফের বেড়ে যায় গ্রাউন্ডসম্যানদের কর্মতৎপরতা। আবার নামে বৃষ্টি! আরও একবার বিলম্বিত হওয়ার শঙ্কা জাগে ম্যাচে।
বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
টস শেষ হলেই মেঘে ঢেকে যায় সাগরিকার আকাশ। উইকেট ঢাকার কিছুক্ষণ পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রথম টি-টোয়েন্টিতেও এমন বৃষ্টি শুরু হয়েছিল চট্টগ্রামে, যার কারণে খেলা গড়িয়েছিল বৃষ্টি আইনে বা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। সেখানে ২২ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।
যদিও ম্যাচটিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল আইরিশ ব্যাটসম্যানরা। কিন্তু বাংলাদেশি বোলারদের বিপক্ষে শেষ পর্যন্ত পরাস্থ হতে হয়েছিল তাদের।
বৃষ্টি থামলেও ফের বৃষ্টি নামার শঙ্কা আছে। সে ক্ষেত্রে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হওয়ার শঙ্কা রয়েছে। সেটি হলে বাংলাদেশের সিরিজ জয়ের জন্য তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
এমএম/