ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

১৭ জনকে নিয়োগ দেবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:২১, ২৩ অক্টোবর ২০১৭

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১১ পদে ১৭ জন শিক্ষক নিয়োগ দেবে । যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

সহকারী অধ্যাপক (লোকপ্রশাসন বিভাগ)-৩টি, সহকারী অধ্যাপক(সংস্কৃতি বিভাগ)-৩ টি, সহকারী অধ্যাপক/প্রভাষক(প্রাণিবিদ্যা বিভাগ)-১ টি, প্রভাষক(প্রাণিবিদ্যা বিভাগ)-১ টি, সহকারী অধ্যাপক/প্রভাষক(গণিত বিভাগ)-১ টি, প্রভাষক(গণিত বিভাগ)-১ টি, প্রভাষক(জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ)- ১ টি, সহকারী অধ্যাপক/প্রভাষক(জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি)-২ জন, প্রভাষক(ফার্মেসী বিভাগ)-২ টি, প্রভাষক, ভৌত রসায়ন শাখা(রসায়ন বিভাগ)-১ টি, প্রভাষক,জৈব রসায়ন শাখা(রসায়ন বিভাগ)-১ টি, প্রভাষক,অজৈব রসায়ন শাখা(রসায়ন বিভাগ)-১ টি।

যোগ্যতা

বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে । তাই বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট দেখুন ।

বেতন স্কেল

সহকারী অধ্যাপকের জন্য জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেড এবং প্রভাষকের জন্য জাতীয় বেতন স্কেল ৯ম গ্রেড অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

অগ্রণী/জনতা ব্যাংক লি:-এর যে কোনো শাখা হতে রেজিস্ট্রার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে দরখাস্ত প্রদেয় ফি বাবদ ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট করতে হবে।অন্যদিকে ব্যাংক দুটির চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে ।সংশ্লিষ্ট সনদপত্রাদিসহ উক্ত পদ দুটির জন্য ৬(ছয়) সেট দরখাস্ত জমা দিতে হবে ।   

আবেদনের শেষ সময়

১৬ নভেম্বর, ২০১৭ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে(সকাল ৮টা থেকে বেলা ৩ টা ৩০ মিনিট) আবেদন পত্র জমা দিতে হবে ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.cu.ac.bd.) থেকে আবেদন পত্র পাওয়া যাবে।

এম/ এআর

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি