ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

১৭ বছর পর মুক্তি পেলেন আব্দুস সালাম পিন্টু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ২৪ ডিসেম্বর ২০২৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার ১১টা ৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম পিন্টু বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা স্বৈরাচারকে উৎখাত করেছে, ওই চেতনা ধারণ করে তারেক জিয়ার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়।

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুস সালাম পিন্টু। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি