১৭ মাস পর খুললো রুয়েটের হল
প্রকাশিত : ১৫:০৬, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:০৯, ২৮ অক্টোবর ২০২১
ফুল ও মুষ্টিমুখ করিয়ে শিক্ষার্থীদের বরণ করছেন হল কর্তৃপক্ষ
দীর্ঘ ১৭ মাস বন্ধের পর স্বাস্থ্যবিধি মেনে খুলেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শিক্ষার্থীরা হলে উঠায় ক্যাম্পাসে ফিরেছে প্রাণ।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সেলিম হলে ফুল ও মুষ্টিমুখ করিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন কর্তৃপক্ষ। সেই সাথে করোনা সুরক্ষার অংশ হিসেবে বিতরণ করা হয় মাস্ক ও স্যানিটাইজার।
সকাল থেকে শিক্ষার্থীরা করোনা টিকা সনদ অথবা করোনার টিকা নিবন্ধনের সনদ দেখিয়ে হলে প্রবেশ করেন।
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল জানান, শিক্ষার্থীরা করোনা সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড জমাদানপূর্বক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে প্রবেশ করতে পারছে। যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা নিতে পারেননি তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে করোনার টিকা প্রদানের ব্যবস্থা করা হবে।
গত ৩ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৩তম জরুরি সভায় শিক্ষার্থীদের সকল আবাসিক হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ থেকে বন্ধ ছিল রুয়েটের সাতটি আবাসিক হল।
এএইচ/
আরও পড়ুন