১৭৬ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
প্রকাশিত : ১২:৫২, ২৯ আগস্ট ২০১৭
তামিমের দারুণ ব্যাটিং নৈপূন্যে বাংলাদেশ তৈরি করেছে শক্ত অবস্থান । দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে মুশফিক বাহিনী। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ১৩৩/৩। আর ৭৬ রান করে অপরাজিত আছেন তামিম। সঙ্গে রয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম ২৫ রান নিয়ে।
তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ দলের। দিনের ষষ্ঠ ওভারে নাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলাম। এর পরপরই মাত্র ২ রান করে সাজঘরে ফিরে যান ইমরুল কায়েসও। তাঁর উইকেটটিও গেছে নাথান লায়নের ঝুলিতে। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। চতুর্থ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন তামিম ও মুশফিক।
মিরপুর টেস্টের প্রথম দুদিনই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও তামিমের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৬০ রান। পরে বল হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে মাত্র ২১৭ রানে। পেয়েছে ৪৩ রানের লিড। টেস্ট ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে সব টেস্টখেলুড়ে দলের বিপক্ষেই পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন সাকিব।
৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার তামিম ও সৌম্য সরকার। গতকাল দ্বিতীয় দিনের খেলা নির্বিঘ্নেই কাটিয়ে দেওয়ার পথে ছিলেন তাঁরা। কিন্তু মাত্র দুই ওভার বাকি থাকার সময় সাজঘরে ফিরেছেন সৌম্য। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করতে পেরেছেন ১৫ রান। এরপর অবশ্য আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। বাকি দুই ওভার নির্বিঘ্নেই পার করেছিলেন তামিম ও তাইজুল।
//আর//এআর