ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

১৮ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১০৫৭০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান— অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে বুধবার দুপুর পর্যন্ত ১৮ দিনে অপারেশন ডেভিল হান্টে মোট ১০ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৯০ জন।

আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে; ১টি ৪.৫ এম এম পিস্তল, ১টি এলজি, ১টি শুটারগান, ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি ম্যাগাজিন, ৭টি কারতুজ, ১টি রাইফেলের গুলি, ১টি স্টিলের দেশীয় কুড়াল, ১টি ধারালো চাপাতি, ১টি রামদা, ১টি লোহার শাবল, ১টি ক্ষুর, ২টি সুইচ গিয়ার ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি